ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

মাধবপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগ সই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

মাধবপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগ সই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও সেমিনার ও প্রর্দশনীর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার এ কেএম ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস, এফ,এ,এম শাহজাহান। মূখ্য প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মোঃ আজিজুল হক।


অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আশরাফ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী প্রমূখ। সেমিনারে প্রাণী

সম্পদ, কৃষি ও মৎস বিভাগের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শিত হয়।


সেমিনারে বায়োগ্যাস তৈরি, উন্নত চুলা, বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহার সম্পর্কে বিস্তাড়িত ধারনা দেয়া হয় ।


ads

Our Facebook Page